gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এগের আর কবে হুশ হবে!
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৯:৫১:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-04-17_661ff31e5bd50.jpg

ভাই ভাই’র কাইজে মিটগুট কত্তি যদি বাইরেত্তে মোড়ল আনতি হয় তালি বুজদি হবে সেই সুংসার খ্যায় হবেই। ময়মুরুব্বীগের কইয়ে যাওয়া কতাডা হালি কইরে প্যাটের মদ্দি বুগলা মাইরে উইটতেচে মদ্যপিরাচ্যের কেওয়াজ নিয়ে।
সিরিয়ায় ইরানী তাবুতি হামলা কইরে কয়জন পেত্তম সারির জিনারেলের খুনির বদলায় ইরান দ্ইু তিনদিন আগে ইসরাইলি খস্তরঅস্তর আর ডোরোন হামলা চালায়েচে। শুনতি পাল্লাম ইরানের চালানো খস্তরঅস্তর পিরায় সবই আকাশেই খ্যায় কইরে দেচে ইসরাইল। তাইগের আকাশ নিরাপত্তা বিষয়ক সহায়তা দেচে আমরিকা ইংল্যান্ড আর তাইগের হাতআরানি কইরেচে সৌইদি আর জডান। দুক্কির কতা কি কবো একন সৌইদি ইরাকেত্তে শুরু কইরে মদ্যপিরাচ্যেও সব গুরুত্বপূন্ন জাগায় আমরিকার ঘাটি আছে। তারা বাইরিত্তে আইসে এই জাগায় মুস্তানি কইরে যাচ্চে। আর তাইগের মুসাহেবী কইত্তেচে কিচু মোসলমান নামধারী নিতাগুতারা। পরের কি দোষ দেব, আমাগের উরায় তো ভালো না।
গ্যালো ২২ সালে কাতারে বিশ^কাপ ফুটবল খেলা হইলো। স্যানে কোন আন্তরজাতিক মানের ইস্টুডিয়াম ছিল না। তিন চার মাসের মদ্দি কনতে কনতে লোক জড়ো কইরে হাজার হাজার কোটি টাকা খচ্চা কইরে রাতারাইত ডজন দুয়েক বাহারী ইস্টুডিয়াম বানায় ফেল্লে। অতস্ত এই রুযা রমজানে ফিলিস্তিনির ভুখা নাঙা লোকজন খিদের জ¦ালায় ঘাসের মুতলা থেইতো কইরে রস খাইলো তকন কারো গাটিত্তে কোন টাকা বা জিনুস পত্তরের সাহায্য বাইরোলো না। উল্টে আরো ত্রান আসা গাড়িও আটকায় দিলো যার যার বডারেত্তে। চোকির সুমকি বত্রিশ তেত্রিশ হাজার লোক মাইরে দেলে, দালান কুটা গুড়োয় দেলে, হাসপাতাল পন্তিক রিহায় পায়নি, খিদেয় জ¦ালায় গুড়ুলে ছেলেপিলে ডা ডা কইরে বেড়ালে তাও আশপাশের ভাইগের বুকি এট্টুও বাইদলো না, কারন তাইগের বাজানরা বারন দিলো বিলে।
কি সব্বোরাশে কতা কওদিনি বাপু! একন স¹লি ইরানের বা বা দেচ্চে, যদি ইরানের ওপর কোন হামলা শুরু হয় তকন সব ডাবি মারবেনে। ইরাক, সিরিয়া, লিবানন, লিবিয়া এইরাম কইরে এট্টার পর এট্টা আরব দেশ খ্যায় কইরে দেচে উরা। ভাই ভাগাররা সব তাগায় তাগায় দেইকেচে কেউ টু শব্দও করিনি। ভাই দিয়ে ভাই বাইড়োয় দিয়ে বাইরেত্তে আইসে মোড়লীপানা বুদ্দি বচরের পর বচর ধইরে চালায় আইসতেচে। হ্যাতে ঢুস খাচ্চে তবু তাইগের কোন হুশ হচ্চে না। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝